ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা মহানগরীর চকবাজার ও নিউ মার্কেট এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ওইসব এলাকার ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
এছাড়াও, নিউ মার্কেটের কিউ জি সামদানী এন্ড কোম্পানীর অকটেন, পেট্রোল ও ডিজেল পাম্পের চারটি ইউনিটের পরিমাণ যাচাই করে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া ও পরিদর্শক (মেট) সুমন কুমার পাল অংশগ্রহণ করেন।