হাজারীবাগে নবীন ফ্যাশনকে বিএসটিআই’র ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর হাজারীবাগে মেসার্স নবীন ফ্যাশন নামক একটি প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিএসটিআই’র বাধ্যতামূলক কালার ফাস্টনেস রেটিং অব টেক্সটাইল পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এপিবিএন ১১ পুলিশের সহায়তায় অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম ও পরিদর্শক (মেট) মো. ইনজামামুল হক।