ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ক্যান্টনমেন্টে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮, অনুযায়ী ওজন ও পরিমাপ যন্ত্রের মাপ সঠিক ভাবে প্রদান এবং ভেরিফিকেশন সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করার জন্য বাজারের সকল সবজি, মাছ, মাংসের বাজারের সকল দোকানদারকে সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়।
একইসঙ্গে বিভিন্ন মুদির দোকান, ফলের দোকান ও স্বর্ণের দোকানদারকে একই ভাবে সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. কামরুল পলাশ।
-এসআর