ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ডেমরায় অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সীলগালা করে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে হ্যান্ড ওয়াশ, অলিভ অয়েল, টুথ পাউডার, টয়লেট ক্লিনার, ভিনেগার, হেয়ার ওয়েল, গ্লাস ক্লিনার, নারিকেল তেল, মধু, মেহেদী, টুথপেস্ট, বাথরুম ক্লিনার, ফেস ওয়াশ, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না পাওয়া যাওয়ায় ডেমরার আরগন কসমেটিক্স এন্ড কনজ্যুমারকে ওই এলাকার কাউন্সিলরের প্রতিনিধির স্বাক্ষরে জিম্মাদার হিসেবে রাখা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রেবেকা হোসেন ও পরীক্ষক (মেট্রোলজি) মো. মামুনুর রশীদ।
-এসআর