রমনায় বিএসটিআই’র অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর রমনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে রোববার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত অবৈধ হেলমেট পণ্যের বিক্রয় এবং বাজারজাত করায় নিউ ইস্কাটন রোডের শরীফ মোটরসাইকেল বিতান, রাইসা অটো হাউজের অবৈধ ভাবে মজুদকৃত হেলমেটগুলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এছাড়া, একই এলাকার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও ঢাকা ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এইচ এম তানজীল ও পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার।

-এসআর