ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর রমনায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে নাভানা বেইলি শপিং কমপ্লেক্সের ‘স্টারডাস্ট’ ও ‘কেপিটাল সিরাজ সেন্টার’ ও ‘সাজগোজ’ সহ ১৩টি কসমেটিক শো-রুমের মালিকপক্ষকে বিএসটিআইয়ের সনদ/ছাড়পত্র ও মোড়কজাতকরণ সনদ সম্পর্কে অবহিত করে এবং ছাড়পত্রবিহীন ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, বিতরণ ও বাজারজাত না করার জন্য সতর্ক করা হয়। এবং ১৫ দিনের মধ্যে মালিকপক্ষ বিএসটিআই অফিসের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে যোগাযোগ করে বিএসটিআইয়ের আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করবেন বলে অঙ্গীকার করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা ও পরিদর্শক (মেট্রোলজি) শাহরিয়ার হোসেন।
-এসআর