বনানীতে বিএসটিআই’র অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর বনানীতে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ ধারা অনুসারে বিএসটিআই’র সিএম লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের জন্য আবেদন না করে মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কালার ফার্স্টনেস রেটিং অব টেক্সটাইল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রাইড লিমিটেডকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একই এলাকায় অবস্থিত Blucheez ও Shelai অথেন্টিক পাকিস্তান ব্রান্ড ক্লোথ স্টোরকে প্রথমবারের মতো বিএসটিআই’র আইন ২০১৮ সম্পর্কে ও সচেতনামূলক পরামর্শ প্রদান করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম ও পরিদর্শক (মেট্রোলজি) আহমেদ হোসেন।

সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন।

-এসআর