মোহাম্মদপুরে বিএসটিআই’র অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার দুপুরে বসিলা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

সে সময় দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) জিশান আহমেদ তালুকদার।

জানা যায়, বিএসটিআই’র অনুমতি ছাড়া শিশুখাদ্য, ড্রিংকস, জুস তৈরি করার অপরাধে এ আর কনজুমার্স প্রোডাক্ট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বাজারজাতের অপেক্ষায় রাখা ড্রিংকস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া শাহজালাল বেকারী নামের একটি প্রতিষ্ঠানের মোড়কজাত সনদ না থাকায় পাঁচ হাজার টাকা, আল মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জিশান আহমেদ তালুকদার বলেন, ‘এ আর কনজুমার্স প্রোডাক্ট লিমিটেড নামের এই প্রতিষ্ঠানে অভিযানে আসলে মালিক বা দায়িত্বপ্রাপ্ত কাউকে আমরা পাইনি। পরে কারখানার তালা ভেঙ্গে আমরা ভেতরে প্রবেশ করি। এই কারখানাটিতে শিশুখাদ্য উৎপাদিত হয়। বিশেষ করে আর্টিফিশিয়াল ফ্লেভার ডিংকস, যেমন লিচি, অরেঞ্জ, ম্যাংগো ফ্লেভার দিয়ে নিম্মমানের ক্যামিকেল মিশিয়ে পণ্য তৈরি করছে। এ ধরনের খাদ্য উৎপাদন করতে গেলে তাদের যে ধরনের ল্যাব, মান নিয়ন্ত্রণের যেসব প্রক্রিয়া প্রয়োজন তার কিছুই নেই।’

তিনি বলেন, ‘কারখানার কাঠামোগত উন্নয়ন না করে প্রতিষ্ঠানটি ফ্লেভার ড্রিংকস উৎপাদন, বিক্রয়, বাজারজাত করছে।’

বিএসটিআই’র এই কর্মকর্তা আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানটির মালিককে আমরা পাইনি। তবে মালিকের পক্ষ থেকে শিল্প উদ্যোক্তা সমিতির সভাপতি এসেছেন। তাকে আমরা ত্রুটিগুলো সম্পর্কে অবগত করেছি। লাইসেন্স, মোড়কজাত সনদ এবং অবকাঠামোগত উন্নয়ন না করে আর কোনো উৎপাদনে যাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন উদ্যোক্তা নেতা।’

জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এ ধরনের পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি বেকারীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান লিটন বলেন, ‘এ ধরনের ছোট ছোট শিল্প উদ্যোক্তাদের আমরা মনিটরিং করি এবং বিএসটিআইসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করি। এ আর কনজুমার্স প্রোডাক্টস লিমিটেডের মালিক প্রতিশ্রুতি দিয়েছে তিনি সব আইন মেনে পণ্য উৎপাদন করবেন। আমরা মনিটরিং করবো। যাতে কোনো ভাবেই অবৈধ ভাবে পণ্য উৎপাদন করতে না পারেন।’

-এসআর