ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর চকবাজারে অনিয়মের অভিযোগে ডিইউ মার্টকে নামক একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় চকবাজারের ডিইউ মার্টকে তিন হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে সনদের জন্য আবেদন করা জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. ফরহাদুর রহমান রিপন ও পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ।
-এসআর