ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোক্তা অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে তরমুজ, গরম মশলা এবং ঈদের পোশাকের বাজারের ওপর তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরমধ্যে ঢাকা মহানগরীতে সাতটি টিম এবং অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪৯টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
অভিযানে ১২৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।