ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার দর পর্যালোচনা এবং চালকলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে দেশের অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।
মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সভায় খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশ থেকে
আগত অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চালের সরবরাহ স্বাভাবিক ও বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং দুর্নীতি প্রতিরোধে উপস্থিত সকলে চালের মূল্য বৃদ্ধি রোধকল্পে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনো ভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকা; ফুড গ্রেইন লাইসেন্স ব্যতীত অবৈধ ভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা; আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিল গেট মূল্য লেখা নিশ্চিত করা; খাদ্য বিভাগের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও, খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়।
সভায় মিল মালিকবৃন্দ চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কেআর