চিড়ায় অতিরিক্ত মুনাফা, ৮০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীতে ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে পুরান ঢাকার চকবাজারে পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

অভিযানে গিয়ে দেখা যায়, চিড়ার পাইকারি দাম ছিল ৪৮ টাকা। হঠাৎ সেই চিড়া বিক্রি করছে ৮৪ টাকা। ব্যবসায়ীর ক্যাশ ম্যামো তদন্ত করে এমন দাম বাড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

বিক্রেতা দাবি করেন, মিল থেকে বেশি দামে কিনতে হচ্ছে চিড়া। তাই দামও বাড়িয়ে দিয়েছে। তবে এমন দাবির বিষয়ে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি ওই ব্যবসায়ী।

অযৌক্তিক ভাবে দাম বৃদ্ধির অপরাধে ভোক্তা-অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং প্রাথমিক ভাবে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া আরও একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, ঢাকায় পাঁচটি টিম চিড়া, মুড়িসহ বিভিন্ন পণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। তারই অংশ হিসেবে চকবাজারের পাইকারি দোকানগুলোতে অভিযান চালানো হয়। এখানে একটি পাইকারি দোকানে দেখলাম ১১ থেকে ২২ অগাস্ট পর্যন্ত চিড়া বিক্রি করা হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা প্রতি কেজি। সেই একই চিড়া ২৩ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত বিক্রি করা হয়েছে ৮৪ টাকা কেজি। প্রতি কেজিতে ৩৪ থেকে ৩৬ টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ করছে। যেহেতু বন্যার্ত এলাকায় ত্রাণ হিসেবে চিড়ার চাহিদা বেড়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন এসব ব্যবসায়ী। ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।