কিকো ফিলিং স্টেশনকে বিএসটিআই’র ২ লক্ষ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর খিলগাঁওয়ে অনিয়মের অভিযোগে মেসার্স কিকো ফিলিং স্টেশনকে দুটি মামলায় সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার ও কানিজ ফাতেমা লিজা।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করার অপরাধে নন্দীপাড়ার (নাগদারপাড়) মেসার্স কিকো ফিলিং স্টেশনকে দুটি মামলায় প্রতিটিতে এক লক্ষ টাকা করে সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মো. ইনজামামুল হক ও সিরাজুম মুনিরা (ডিএমআই)।

এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নূর মো. ফরহাদুর রহমান রিপন।

-এসআর