ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে পোলার আইসক্রিম ফ্যাক্টরিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এ অভিযান পরিচালনা করেন।
ফ্যাক্টরির হিমাগারে লেবেলবিহীন আইসক্রিম ও মেয়াদোত্তীর্ণ রিমিক্স মজুদ করা ও ফ্যাক্টরির ভেতরের অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়মের দায়ে জরিমানা করে তাৎক্ষণিক ভাবে তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, ‘আইন অনুযায়ী সর্বনিম্ন পাঁচ লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি। পরবর্তীতে যদি তাদের এই সমস্ত অপরাধ আবার ধরা পড়ে তাহলে আমরা তাদেরকে বড় ধরনের জরিমানার আওতায় আনবো। আর কোনো সুযোগ দেবো না।’
অভিযান পরিচালনাকালে পোলার আইসক্রিম কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে নির্দেশনা সম্বলিত পোস্টার প্রদান করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান ও অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দের একটি টিম উপস্থিত ছিলেন।