ব্যবসায়ীদের হিডেন কস্ট কমায় পণ্যের দাম কমেছে: ভোক্তার ডিজি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, বাজারের হিডেন কস্ট সম্পর্কে আপনারাও জানেন যে কোথায় হিডেন কস্ট ছিল। সেগুলো যদি মিনিমাইজ হয়ে যায় তাহলে পণ্যের সাপ্লাই বা ভোক্তা পর্যায়ে পণ্য প্রাপ্তি এবং সেটা রিজোনেবল প্রাইজে ধরে রাখা সম্ভব হবে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে তদারকিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, দ্রব্যমূল্যের বাজারে সাপ্লাই এখন স্বাভাবিক। দামও অনেক ক্ষেত্রে সাধ্যের মধ্যে রয়েছে। আমি বলবো অনেক ক্ষেত্রে কমতির দিকেও। দাম কমে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখলাম, ব্যবসায়ীদের হিডেন কস্ট সব কমে গেছে।

তিনি বলেন, যে পরিস্থিতি ছিল বা যে সময়গুলো আমরা পার করেছি সেখান থেকে অনেকগুলো খরচ কমে গেছে। আমি আশা করবো যে এভাবে যদি আমাদের বাজারগুলো ধরে রাখতে পারি তাহলে মানুষের এখন বড় কনসার্ন দ্রব্যমূল্য, সেখানে এমন স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।

ভোক্তার ডিজি বলেন, গত কয়েকদিনের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে পণ্যের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

এ সময় বিভিন্ন খুচরা, পাইকারি ও আড়ৎ পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে দ্রব্যমূল্যের দাম নিয়ে কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।