ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ ভাবে চাল মজুদ করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
র্যাব-১০ এর উপ-পরিচালক (মিডিয়া অফিসার) এম. জে. সোহেল জানান, রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ ভাবে চাল মজুদ করে রাখার অপরাধে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে এক লাখ টাকা, মেসার্স মোরাদ ট্রেডার্সকে এক লাখ টাকা ও মেসার্স মামুন রাইস এজেন্সিকে লাখ টাকা করে জরিমানা করা হয়।
জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অবৈধ ভাবে চাল মজুদ করে করে আসছিলেন।
পরে তারা মজুদ করা চাল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে বিক্রি করে আসছিলেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অভিযানে র্যাব-১০ এর সমন্বয়ে এ সময় বিএসটিআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।