শাহ আলী মার্কেটে ভোক্তা অধিদপ্তরের তদারকি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বেলা ১১টার দিকে বাজার তদারকিকালে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফারহান আতিফ (লুমিন), ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ, শাহ আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাজার তদারকিতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলী মার্কেট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

বাজার তদারকিতে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে। এছাড়াও ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিত ভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বাজার তদারকিতে অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কসহ ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তদারকিকালে শিক্ষার্থীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

ভোক্তাস্বার্থে অধিদপ্তর কর্তৃক এরূপ সচেতনতামূলক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।