ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দই, মিষ্টি, লাড্ডু, চমচম, রসগোল্লা, ক্রিমজামসহ সব মিষ্টান্নর উৎপাদনের তারিখ দেওয়া নিয়ে কারচুপি করায় মিঠাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার রাজধানীর এলিফ্যান্ড রোড এলাকায় অবস্থিত মিঠাই এর শাখায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
অভিযানে দেখা যায়, ৩০ জুলাই ২০২৩ তারিখে উৎপাদিত দই, মিষ্টি, লাড্ডু, চমচম, রসগোল্লার উৎপাদন মেয়াদ একদিন বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে। এ বিষয়ে সঠিক কোনো তথ্য বা প্রমাণাদি দেখাতে পারেনি মিঠাই এ দায়িত্বে থাকা কর্মকর্তারা। আইন অনুযায়ী কারখানায় পণ্য উৎপাদনের তারিখ এবং মেয়াদ উৎপাদনের তারিখ দেওয়ার কথা থাকলেও মিঠাই দোকানে বসেই উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দিচ্ছে।
পরে নিজেদের ভুল স্বীকার করায় ভোক্তা-অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিক ভাবে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে এ ধরনের ভুল করলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, মিঠাই এর এই শাখায় সিলের মাধ্যমে নিজেরাই উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ বসিয়ে দিচ্ছিল। যা আইন সম্মত নয়। ৩০ জুলাই উৎপাদিত পণ্যে ৩১ জুলাই লেখা। পণ্য যে দিনের উৎপাদিত সেই দিনের তারিখ দিতে হবে। ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে মিঠাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং উৎপাদনের তারিখ বসানো সিল, কালির প্যাড এবং স্টিকার জব্দ করা হয়েছে।
-এসআর