কেমিক্যালে কলা পাকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে অপরিপক্ব কাঁচা কলা পাকানোর অপরাধে এক ফল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একতা ফল মার্কেটের মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আবদুস সালাম।

অভিযানে দেখা যায়, মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে অনুমোদনহীন রাইপেন, ইথিলিন ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণ স্প্রে করে অপরিপক্ব কাঁচা কলা পাকানো হচ্ছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

পরে দক্ষিণ যাত্রাবাড়ী একতা মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে সচেতনতামূলক ও সতর্কতামূলক সভা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।