ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: ঢাকা মহানগরীর কদমতলী এবং শ্যামপুর থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা ( অতিরিক্ত সচিব ) মহোদয়ের সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল অভিযানটি পরিচালনা করেন।
এসময় বিস্কিট, কেক ও পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না লেখা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বেকারীসামগ্রী উৎপাদন, সংরক্ষন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন তিনি।
তিনি জানান, অভিযানে স্বদেশ ফুড প্রডাক্টকে ৩০ হাজার টাকা, মমি আক্তার ফুডকে ২০ হাজার টাকা এবং চিশতিয়া ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।