পবিত্র রজমান মাসে নেত্রকোনার ১০টি উপজেলার ৪৩ হাজার অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবার আর্থিক সহায়তা পাবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এ অর্থ সহায়তা প্রদান করা হবে।
জেলার ৮৬টি ইউনিয়নের ৪৩ হাজার পরিবারের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে মোট ২ কোটি ১৫ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হবে।
রোববার (১১ এপ্রিল) দুপুরে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, গতকাল শনিবার (১০ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান, কাইলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাইলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।