ভোক্তাকণ্ঠ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন দেশের শেয়ার বাজার এবং বিমার অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে।
বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে ভারতের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পাঠিয়েছে।
ওই সার্কুলারে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০ অক্টোবর ছুটি নির্ধারণ করা হয়েছে।
ঈদে মিলাদুন্নবী হচ্ছে ইসলাম ধর্মের শেষ নবীর জন্মদিন। মুসলিম সম্প্রদায়কে দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন করতে দেখা যায়। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক, এমডি,সিইও, সার্কুলার জারি