ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল তার ফেসবুক প্রোফাইলে কিছুক্ষণ আগেই একটি স্ট্যাটাস আপডেট করেন এবং যেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেন ইভ্যালি নতুন একটি উপায় অবলম্বন করে আবার পূর্বের অবস্থায় ফিরেতে চাচ্ছেন।
মোহাম্মদ রাসেল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন , “আমরা আমাদের পুরোনো অর্ডারগুলি দ্রুত সম্পূর্ণ করার জন্য মূলধন সংগ্রহের যথাসাধ্য চেষ্টা করছি।(আমরা এখনও আমাদের বর্তমান অর্ডার গুলিসহ অতীতের অর্ডার সরবরাহ করে যাচ্ছি) আমরা আগে কখনো এভাবে চেষ্টা করিনি। ইভালির এখন ইফুড, ইহেলথ এবং ফ্লাইট এক্সপার্ট সহ আরও ৮ টি ব্যবসায় শাখা রয়েছে। আমি আশা করি এবার খুব শীঘ্রই আমরা সফল হব। আমরা সবসময় আপনাদের সহযোগিতার তারীফ করি।”
আরও পড়ুন: ইভ্যালীর টি১০; ন্যাড়াদের বেলতলায় নেবার নতুন ফাদ? – Voktakantho
এই স্ট্যাটাসের পর যে কারো মনে প্রশ্ন উঠতে পারে ইভ্যালি কি আবার ফিরে আসছে? সিইও মোহাম্মদ রাসেল এই স্ট্যাটাস এর মাধ্যমেই কি সেই আগের রুপে ফিরে আসতে পারার ইঙ্গিত দিচ্ছে?
আরও পড়ুন: ইভ্যালির ‘শুভংকরের ফাঁকি’, এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা – Voktakantho