ঢাকা, ৮ জুলাই সোমবারঃ প্রথমবারের মতো কোরবানির গরুর হাট তদারকিতে যুক্ত হতে চলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার আজ জানিয়েছেন, ভোক্তাদের প্রতারণার হাত থেকে সুরক্ষা ও পশুর হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষকে হয়রানি থেকে সুরক্ষা দিতে এপিবিএন সদস্যদের নিয়ে অধিদপ্তরের তদারকি দল কাজ করবে।
গেলবারের কোরবানি ঈদে রাজধানীর বিভিন্ন পশুর হাটে শতাধিক এবং এর আগের বছর ৪৫টি গরু পরীক্ষা করা হয়েছিল। মোটাতাজা করা পশু চিহ্নিত করা ও পশুর হাটে গ্রাহক প্রতারণা, জাল নোটের প্রতারণা ও পশুর শরীরে স্টেরয়েড কিংবা অন্যান্য ক্ষতিকারক উপাদানের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন বলে জানিয়েছেন জনাব মনজুর শাহরিয়ার।
উল্লেখ্য, এ বছর কোরবানি ঈদ ১২ আগস্ট হবার সম্ভাবনা রয়েছে।