সিনিয়র করসপন্ডেন্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি এ দশজনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।
গত রোববার বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। ষষ্ঠ বৈঠকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছিল।
সূত্র জানায়, নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক হয়েছে। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের পর কৈমিটির কাজ শেষ হবে।
গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।