একাধিকবার করোনা টেস্ট করাই ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ব্যাংক কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন নামে একাধিকবার করোনা টেস্ট করানোর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ প্রতিদিন থেকে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামে বসবাসকারী প্রাইম ব্যাংক কর্মকর্তা মো. হাফিজুর রহমান (৩৬) ও তার স্ত্রী তায়েবা আক্তার মিলা (২৬) গত ৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করান। এ টেস্টে তায়েবা আক্তার করোনা পজিটিভ এবং হাফিজুর রহমানের রেজাল্ট ইনঅ্যাকটিভ  আসে। এরপর নাম পরিবর্তন করে রিপন খান ও নিলা বেগম নামে তারা ৮ এপ্রিল পুনরায় করোনা টেস্ট করান। এ টেস্টে উভয়েরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তারা প্রকৃত নামে ২১ এপ্রিল আবার টেস্ট করান। এ টেস্টেও উভয়ে পজিটিভ হন। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান খোঁজখবর নেওয়ার পর বুঝতে পারেন হাফিজুর রহমান ও রিপন খান এবং তায়েবা আক্তার ও নিলা বেগম একই ব্যক্তি। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ওই ব্যাংক কর্মকর্তার বাসায় গিয়ে আদালত বসিয়ে রোগ সংক্রমণ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২০১৮-এর ২৬ এর ২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *