ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ব্যাংক কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন নামে একাধিকবার করোনা টেস্ট করানোর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ প্রতিদিন থেকে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামে বসবাসকারী প্রাইম ব্যাংক কর্মকর্তা মো. হাফিজুর রহমান (৩৬) ও তার স্ত্রী তায়েবা আক্তার মিলা (২৬) গত ৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করান। এ টেস্টে তায়েবা আক্তার করোনা পজিটিভ এবং হাফিজুর রহমানের রেজাল্ট ইনঅ্যাকটিভ আসে। এরপর নাম পরিবর্তন করে রিপন খান ও নিলা বেগম নামে তারা ৮ এপ্রিল পুনরায় করোনা টেস্ট করান। এ টেস্টে উভয়েরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তারা প্রকৃত নামে ২১ এপ্রিল আবার টেস্ট করান। এ টেস্টেও উভয়ে পজিটিভ হন। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান খোঁজখবর নেওয়ার পর বুঝতে পারেন হাফিজুর রহমান ও রিপন খান এবং তায়েবা আক্তার ও নিলা বেগম একই ব্যক্তি। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ওই ব্যাংক কর্মকর্তার বাসায় গিয়ে আদালত বসিয়ে রোগ সংক্রমণ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২০১৮-এর ২৬ এর ২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।