অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসে অর্থনীতিকে বাঁচাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে চলতি ও আগামী অর্বছরের জন্য মোট ১৭৫ কোটি ডলার অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার এডিবি প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়ার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এই সহায়তা চান। ২০১৯-২০ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে অতিরিক্ত ৫০ কোটি ডলার সহায়তা চেয়েছেন। আর আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য চেয়েছেন মোট ১২৫ কোটি ডলার। এরমধ্যে শুধু বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার চেয়েছেন অর্থমন্ত্রী।
করোনাভাইরাস সঙ্কটে অর্থমন্ত্রী সহায়তা চেয়েছেন চিকিৎসা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সেবা প্রদানকারীদের জন্য ১০ কোটি ডলার, চাকরি হারানোদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও ১৫ কোটি ডলার।
অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, অছাড়কৃত অর্থের কমিটমেন্ট চার্জ হ্রাসের অনুরোধও করেন অর্থমন্ত্রী। আর এডিবি প্রেসিডেন্ট এই অনুরোধ বিবেচনায় নিয়েছেন এবং এ বিষয়ে যথা সময়ে সরকারকে জানাবেন বলে জানিয়েছেন।
করোনাভাইরাস সঙ্কট মোকাবেলা ও বাজেট সহায়তা হিসেবে এডিবি ইতোমধ্যে বাংলদেশের জন্য ৬০ কোটি ২৩ লাখ ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে মন্ত্রণালয় জানায়।