ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর কচুক্ষেত বাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে খাদ্য মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মশিউর রহমান।
ট্রেড লাইসেন্স, স্টক, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় রশিদে গরমিল থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, অভিযান চলাকালে আশপাশের অনেক চাল ব্যবসায়ী দোকান বন্ধ করে মার্কেট এলাকা ত্যাগ করেন।
মশিউর রহমান বলেন, আজকের অভিযান ব্যবসায়ীদের জন্য একটা মেসেজ। তারা যেন নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা করেন। অনেক ব্যবসায়ীকে সর্তক করে সংশোধনের সুযোগ দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।