অনলাইন ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই বেড়েছে প্রায় সবরকম ডালের দাম। বিপাকে সাধারণ মানুষ।
ডিসেম্বর মাসে ঢাকার বড় বড় খুচরা বাজারে মোটা দানা মসুর ডাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হতো আর এখন প্রতি কেজি মোটা দানা মসুর ডাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। আর ছোট দানার মসুর ডাল ডিসেম্বরে ১০০ টাকার আশপাশে থাকলেও এখন তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন মসুর ডালের উৎপাদন, সরবরাহ ও দাম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববাজারে গত এক বছরে মসুর ডালের দাম বেড়েছে ১৪ শতাংশ। আর সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মতে দেশে ডালের দাম বেড়েছে ১৭ থেকে ১৯ শতাংশ।
এদিকে কৃষি বিপণন অধিদপ্তর গত ২৫ মার্চ এক প্রতিবেদনে উল্লেখ করে , এক বছরে মোটা দানার মসুর ডালের দাম ২৬ শতাংশ ও সরু দানার ডালের দাম ৩৬ শতাংশ বেড়েছে।
ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী,দেশে মসুর ডালের চাহিদা প্রায় ৫ লাখ টন যার ৫৪ শতাংশ আমদানি করতে হয়। মসুর ডালের মাসিক চাহিদা ৩৫ থেকে ৫০ হাজার টন হলেও পবিত্র রমজান মাসে তা বেড়ে ৮০ হাজার টনে দাঁড়ায়। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষকে ত্রাণ দিতে মসুর ডালের চাহিদা বাড়বে। তাই সরবরাহে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে।
এদিকে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চিনির দামও গত সপ্তাহের চেয়ে কেজিতে ২-৩ টাকা বেশি।