অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী করোনার প্রভাবে কমেছে অনেক পণ্যের দাম কমে গেছে। বিশ্বব্যাংক মনে করছে, ২০২০ সালের পুরোটা জুড়েই এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘এপ্রিল কমোডিটি মার্কেট আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এমন শংকা করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির কারণে সারা বিশ্বে অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে জ্বালানি ও ধাতবপণ্যের বাজার।জ্বালানি তেল ও এর সাথে সংশ্লিষ্ট পণ্যগুলোর দাম সবচেয়ে কমেছে। করোনা ভাইরাসের কারনে কৃষিপণ্যে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় অনেক দেশে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পরতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে জ্বালানি তেলের দাম অর্ধেক কমেছে। আর এপ্রিলে তেলের দামে নতুন করে ইতিহাস সৃষ্টি হয়। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন বাজারে তেলের দাম ঋণাত্নক হয়।
বিশ্বব্যাংক গ্রুপের ইকুইটেবল গ্রোথ ফাইন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট সেয়লা পেইজিবাসিওগলু বলেন,করোনা ভাইরাস মানুষের প্রান কেড়ে নেয়ার পাশাপাশি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উন্নয়নশীল দেশের নিত্য পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে ২০২০ সাল জুড়ে ধাতব পণ্যের দাম ১৩ শতাংশ কমবে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনটিতে।বলা হচ্ছে, চাহিদা কমার পাশাপাশি অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটি হবে। পরিবহণ খরচ কমে আসায় কৃষিপণ্যের দাম কম হবে।
বিশ্বব্যাংকের ইনফ্রাস্টাকচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাখতার দায়প বলেন, ‘তেলের দাম কমে যাওয়ায় উন্নয়নশীল দেশের অর্থনীতিগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।’