অনলাইন ডেস্কঃ
অব্যাহত লোকশানের ভার বইতে না পেরে ২৫ হাজার পাটকল শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার সিবিএ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এ তথ্য জানা শ্রম প্রতিমন্ত্রী।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। এর আগে সকালে মিল বন্ধ না করাসহ সব পাওনা পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন করে পাটকল শ্রমিকরা।
সিবিএ নেতারা দ্রুত বকেয়া সব পাওনা পরিশোধের দাবি করেন। রোববার বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী পার্টনারশীপে ছেড়ে দেয়া ও ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা দেন। এর পর থেকেই আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক ও সিবিএ নেতারা। সিবিএ নেতারা দ্রুত বকেয়া সব পাওনা পরিশোধের দাবি করেন।
দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। এক ঘণ্টার বৈঠক শেষে জানানো হয় সিদ্ধান্ত।
হিসেব বলছে, বাংলাদেশ পাটকল করপোরেশন, বিজেএমসির আওতাধীন ২৬টি মিলে বর্তমানে ২৫ হাজার স্থায়ী শ্রমিকসহ মোট ৩৪ হাজার শ্রমিকের পাওনা বকেয়া রয়েছে।