ব্রিটেনে ১০ হাজার করোনা আক্রান্তের মধ্যে করা সমীক্ষায় এ একটি চিত্র ফুটে উঠেছে। করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকেরই শরীরে এখনো কোনো লক্ষণ বা উপসর্গ নেই। যাদের উপসর্গ বা লক্ষণ প্রকাশ পেয়েছে তাদের কেবল অবসন্নতা, মাথা ব্যথা ও কফ হয়েছে।
বাংলাদেশের চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে উপসর্গহীন সংক্রমণ এখন প্রায়ই দেখা যাচ্ছে। কোনো উপসর্গ নেই কিন্তু অবসন্নতা, মাথাব্যথার কারণে মানুষ নিজে থেকেই পরীক্ষা করাতে এলে নিজেদের করোনায় আক্রান্ত হতে দেখছেন। এ অবস্থায় চিকিৎসকরা বলছেন, সবচেয়ে ভালো হয় ভাইরাসটি থেকে বেঁচে থাকা এবং বাইরে বের হলে অবশ্যই মানসম্পন্ন মাস্ক ব্যবহার করা। এ ছাড়া যথাসম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে এবং ঘন ঘন হাত ধুয়ে নিতে হবে। হাত ধুতে না পারলে স্যানিটাইজার দিয়ে হাত মুছে নিতে হবে এবং ঘন ঘন। একটু পর পর মুখে, নাকে ও চোখে হাত দিয়ে স্পর্শ করা বন্ধ করতে হবে। থুতু দিয়ে টাকা বা কাগজ গোনা বন্ধ করতে হবে।