করোনা পরীক্ষায় ফি নির্ধারন

অনলাইন ডেস্কঃ

এখন থেকে করোনা পরীক্ষার জন্য গ্রাহককে টাকা গুনতে হবে। আদেশ জারির পরে হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করাতে ২০০ টাকা ও বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনায় ৫০০ টাকা ও হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষায় ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নমুনা সংগ্রহ বাবদ আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে। ‘চিকিৎসা সুবিধা বিধিমালা-১৯৭৪’ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সব সুবিধা বহাল থাকবে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়, মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে এবং সব সরকারি হাসপাতালে উল্লিখিত হারে ফি নির্ধারণ করা হলো।


দেশে করোনাভাইরাস শনাক্তে আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৬৮ ল্যাবরেটরিতে চলছে পরীক্ষা। উল্লেখ্য যে,এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ পরীক্ষায় ১ লাখ ৪১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।