কাজল ব্রাদার্স লিমিটেডকে জরিমানা

অনলাইন ডেস্ক: কাজল ব্রাদার্স লি. এর প্রকাশিত কম মূল্যের বই বেশি মূল্যে বিক্রির অপরাধে ২০,০০০ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১১০ টাকা মূল্যের উপর নতুন ট্যাগ লাগিয়ে অনুপম ভাষাজ্ঞান বাংলা ব্যাকরণ বিক্রি করা হচ্ছিল ২৫৯ টাকায় এবং ১৬০ টাকার অনুপম গ্রামার টুডে বই বিক্রি করা হচ্ছিল ৩৪৩ টাকা। মঞ্জুর রহমান নামে একজন সচেতন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ে শুনানীর আয়োজন করেন। শুনানীতে উপস্থিত ছিলেন কাজল ব্রাদার্স লি. এর প্রতিনিধিদল। শুনানীতে উপস্থিত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন কাজল ব্রাদার্স লি. এর প্রতিনিধিগণ ও অভিযোগকারী । শুনানীতে অভিযোগের সত্যতা স্বীকার করেন ও দুঃখ প্রকাশ করেন।

ট্যাগ লাগানো বর্ধিত মূল্যের সকল বই বাজার থেকে প্রত্যাহার সহ ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
শুনানি কার্যক্রম তদারকি করেন শ্রদ্ধেয় উপপরিচালক (উপসচিব),ঢাকা বিভাগীয় কার্যালয় জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার স্যার।

মান্যবর জেলা প্রশাসক, মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস মহোদয়ের মাধ্যমে জরিমানার ২৫% অর্থ অভিযোগকারীকে প্রদান করা হয়।

এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ঢাকার মিরপুর ও হাতিরপুলে বাজার অভিযান পরিচালনা করেন। পণ্যের গায়ে মূল্য মেয়াদ উৎপাদনের তারিখ না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।