অনলাইন ডেস্ক: দেশীয় শিল্পের সুরক্ষার সার্থে ২০২০-২১ অর্থবছরের বাজেটে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এসব প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কৃষি খাতে প্রণোদনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির ওপর ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাওয়ার টিলার অপারেটেড সিডার, পাওয়ার রিপার, কম্বাইন্ড হার্ভেস্টার ও রোটারি টিলারের মত কৃষি যন্ত্রাংশ। এর বাইরে পটেটো ফ্লেক্সের ওপর মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে।
এছাড়া দেশীয় টেক্সটাইলশিল্প প্রসারের লক্ষ্যে সব ধরনের সুতার ওপর মূসক ৫ শতাংশের বদলে প্রতি কেজি ৬ টাকা ও সব ধরনের সুতি সুতার ওপর সুনির্দিষ্ট কর প্রতি কেজি ৪ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে পেঁয়াজ আমদানিতে শূন্য শুল্কহার বিদ্যমান থাকলেও দেশের পেঁয়াজচাষিরা যেন ন্যায্যমূল্য পায় সেজন্য পেঁয়াজ আমদানিতে কিছুটা আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
তবে দেশে উৎপাদিত লোডেড পিসিবি, আনলোডেড পিসিবি ও রাউটারের ওপর ৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।