নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কনজুমারস এসােসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে ‘জ্বালানি অধিকার ও পরিবেশ সংরক্ষণে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে (রুম নং ৬১৮) দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
ক্যাব দীর্ঘদিন ধরে জ্বালানিখাতে ভােক্তাদের স্বার্থ সংরক্ষণার্থে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ক্যাব-এর এই আয়োজন। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেছেন।
কর্মশালায় সভাপতিত্ব করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এ শামসুল আলম। আলোচক হিসেবে রয়েছেন, ঢাকা বিশ্ববদ্যিালয়ের অনারারি অধ্যাপক বদরুল ইমাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দিন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড. কাজী জাহেদ ইকবাল। সঞ্চালনায় রয়েছেন ক্যাবের প্রচার সম্পাদক মুহাম্মদ সাজেদুল ইসলাম।