কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে দিন ব্যাপী সম্মেলন ও ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ২৭শে জুন (রবিবার)।
সকাল ৯ টায় শুরু হওয়া উক্ত সেমিনারের প্রথম পর্বে সূচনা বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া। সেই সাথে উক্ত সেমিনারে পরিচিতি পর্ব ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন ক্যাবের জেলা-উপজেলা কমিটির প্রতিনিধিবৃন্দ। সমাপনি বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি করেন ক্যাব সভাপতি গোলাম রহমান।
এরপর বেলা ১১ টায় ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের দ্বিতীয় পর্ব শুরু করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের সংগঠক সৈয়দ মিজানুর রহমান রাজু।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। সভাপতিত্বে করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি গোলাম রহমান এবং ক্যাবের সহ-সভাপতি জনাব এস এম নাজের হোসেইন ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি বলেন, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, ক্যাব এবং ভোক্তা অভিযোগ কেন্দ্র একযোগে কাজ করছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সর্বদা সজাগ রয়েছে।
ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক সেমিনারের দ্বিতীয় পর্বের শেষের দিকে সেমিনারে বিশেষ অথিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবুল কুমার সাহা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম, বানিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব তপন কান্তি ঘোষ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. প্রফেসর আব্দুল আলীম।
সম্মেলনের তৃতীয় পর্বে বেলা ৩ টা থেকে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিংক: https://www.facebook.com/voktakantho/videos/1215041382290953