করোনা পরিস্থিতিকে সামাল দিতে কঠোর লকডাউন এর সময়সীমা ৫ আগস্ট থেকে বাড়িয়ে ১০ আগস্ট করেছে সরকার। তবে লকডাউনের সময়সীমা বাড়লেও এই সময়ের মধ্যে শিল্প, কল-কারখানা খোলা রাখতে পারবে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সকল বিধিনিষেধ ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হলো। তবে এই সময় শিল্প কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সময় স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে।