সিনিয়র করেসপন্ডেন্ট:
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে আজ শনিবার থেকে পরিবর্তিত নিয়মে চলা শুরু করেছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে চলছে বাস। তবে দাঁড়িয়ে যাত্রী বহন না করলেও স্বাস্থ্যবিধি এবং মাস্তব্যবহারে অনিহা দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিট অনুযায়ী বাসে যাত্রী নেয়া হলেও অনেক সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোনো বাসেই নেই স্যানিটাইজার ব্যবহার।
এর আগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহজানিয়েছেন, সবকিছু খোলা রেখে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চালালে গণপরিবহনে সংকট তৈরি হবে। যাত্রীরা বাস পাবে না। বিআরটিএর চেয়ারম্যান মৌখিকভাবে ‘যত সিট তত যাত্রী’ নিয়ে বাস চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। গত বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশবাসীকে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখা অন্যতম। গণপরিবহনে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।