গাজীপুর, ৩ নভেম্বর রোববারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় এবং পণ্যের মোড়ক যথাযথভাবে না থাকার অপরাধে বিক্রমপুর বেকারীকে ২০,০০০ , ঢাকা বেকারীকে ১৫,০০০, বিক্রমপুর বেকারী-২ কে ২০,০০০ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে হাসু স্টোর কে ৫,০০০ টাকাসহ সর্বমোট ৬০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের বাজার তদারকি অভিযানে কালিয়াকৈর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।