জেলার খবর: কুমিল্লায় চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি ব্যবহার করায় দু’জন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের ৬০ হাজার টাকা অর্থদণ্ড করে। জব্দকৃত ১২০ কেজি জেলিমিশ্রিত চিংড়ি ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত ওই দুই ব্যবসায়ী হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের উজান মুড়ী গ্রামের অহিদুর রহমান ও চাঁদপুরের শাহরাস্তির আদর্শ ইয়াপুরা গ্রামের মো.শফিক।
এদিকে, ওই বাজারে জহির মিয়া নামের অপর এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে বিক্রি করা ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে এগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সূত্র: সমকাল