গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে একটি বস্তির পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ মানিক-উজ-জামান।
তিনি জানান, টঙ্গীর মাজার বস্তির একটি ঘর থেকে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। চিৎকার শুনে বস্তিবাসীরা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও আগুনে তাদের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, বস্তির আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তাসহ সবধরনের সহযোগিতা দেওয়া হবে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। পুড়ে যাওয়া প্রায় ঘরেই গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলো পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে যায়।