করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি সফল করতে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
সর্বনিম্ন ২৫ বছর হলেই সাধারণ নাগরিকরা করোনা টিকা নিতে পারবেন এখন।
বয়সের নতুন সীমা নির্ধারণ করে টিকার জন্য নিবন্ধনের সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।
এ নিয়ে পঞ্চম দফায় করোনা টিকা প্রয়োগে বয়সসীমা নির্ধারণ করল সরকার।
আরও পড়ুন: বুয়েট থেকে এবার নামমাত্র মূল্যে মিলবে অক্সিজেন – Voktakantho
দেশে প্রথম গণটিকা কার্যক্রম শুরু করা হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে।
সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ডের ওপর নির্ভর করেই বাংলাদেশে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল।
এ ছাড়া আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত বয়সসীমার ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেই টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর