ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: বরিশালের লঞ্চঘাট এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় এই জরিমানা করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বরিশালের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।
অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় লঞ্চঘাট এলাকার ভাই ভাই সুজ, পরশমণি সুজ ও কালাম সুজকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, জরিমানা করা ছাড়াও ওই এলাকায় বিভিন্ন খাবার হোটেল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। হোটেলগুলোকে সবসময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের মালামাল রেখে অবৈধভাবে যেন ফুটপাত দখল না করা হয় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারেনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যরা।