ঢিলেঢালা ভাব রাজধানীর প্রবেশমুখে

এবারের লকডাউন খুব কঠোর হওয়ার কথা থাকলেও রাজধানীর বিভিন্ন জায়গায় ঢিলেঢালা ভাব ছিল। বাবুবাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে সেখানে খুব শক্ত অবস্থান দেখা যায়নি। ঢিলেঢালা ভাব চেকপোস্ট পেরিয়েই মানুষ ঢাকায় ঢুকছে।

এক ব্যক্তি বলেন, আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি। শনিবার পর্যন্ত ঈদের ছুটি থাকায় গ্রামে ছিলাম।

আজ রোববার থেকে অফিস খোলা তাই সকালে বাড়ি থেকে ঢাকায় এসেছি।বাস বা যানবাহন না পাওয়ায় ভেঙে ভেঙে ঢাকায় আসতে হয়েছে।

সকাল থেকেই কঠোর বিধিনিষেধের দায়িত্ব পালন করে আসছি।যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশিরভাগই জরুরি কাজের কথা বলছেন।

তাই আমরা তাদের চেকপোস্টগুলো অতিক্রম করতে দিচ্ছি, জানান এক পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুনঃ পরিবর্তন আসছে জন্ম নিবন্ধন, বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

ভোক্তালোচনার ২য় সেশনে যুক্ত হতে রেজিস্ট্রেশন করুন।

ভোক্তাকণ্ঠ