তরমুজ বিভ্রাট

মৌসুমের শুরু থেকেই তরমুজের দাম চড়া। তবে রমজান আর বৈশাখের খরতাপকে কেন্দ্র করে সবুজ তরমুজেও আগুন লেগেছে। যে আগুনে নিম্মমধ্যবিত্ত তো অবশ্যই, মধ্যবিত্তরাই পুড়ে ছারখার। অথচ দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে ইফতারের প্রধান উপকরণ হওয়ার কথা তরমুজ।

রাজধানীসহ সারাদেশে তরমুজের দাম নিয়ে সংকটাপন্ন ভোক্তারা। তরমুজের ফলন কম এবং পরিবহন সমস্যার দোহাই দিয়ে উচ্চ মূল্যে এই তরমুজ বিক্রি করে যাচ্ছেন বিক্রেতারা। এর ফলে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সম্প্রতি মিরপুর ডিওএইচএস- এর বাসিন্দা কর্নেল (অব:) ইমদাদুল হক অভিযোগ করে বলেন, “আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে একটি সিন্ডিকেট তরমুজের কেজি ভিত্তিতে দাম ধরে বিক্রি করছে- যা ইতিপূর্বে ঘটেনি। তারা প্রতি পিস তরমুজ আশি থেকে এক’শো টাকা করে কিনে ষাট থেকে আশি টাকা প্রতি কেজিতে বিক্রি করছে। এক্ষেত্রে তারা একেকটি তরমুজ ক্রয়মূল্যের কয়েকগুণে বিক্রি করছে। বেশ কিছুদিন আগেও তরমুজের দাম সাইজ হিসেবে ছিল। কিন্তু হঠাৎ করেই এই সিন্ডিকেটটি তরমুজের দাম কেজিতে নিয়ে আসে। তরমুজ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।”

রাজধানী শ্যামলীর নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা ভোক্তাকন্ঠকে জানান, “তরমুজ কিনতে গেলে আমাদের অনেক হেনস্তা হতে হয়। তরমুজ আমাদের নাগালের বাইরে চলে গেছে, এটা বলাই যায়। তারা এখন দু’শো টাকার একটি তরমুজ ছয়’শো টাকায় বিক্রি করছে।”

অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ কতৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছে ভোক্তাকন্ঠ।

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে তরমুজ !! - YouTube

ভোক্তাকণ্ঠ/এমএস