দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান শনিবার গণমাধ্যমকে জানান, বেসামরিক প্রশাসনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, কোন জেলায় মোট কত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এটা এখনই বলা যাচ্ছে না। কারণ কোনো কোনো জেলায় বিজিবি মোতায়েনের পর তুলে নেওয়া হয়েছে। আবার নতুন কোনো কোনো জায়গায় মোতায়েন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
আজ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তারা।
শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল ঢাকার বায়তুল মোকাররম এলাকা এবং চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি স্থানে। এসময় মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। আহত হন শতাধিক।
সূত্রঃ যুগান্তর