রাজধানীর মহাখালীতে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। গত রবিবার দুপুর ১২ টার দিকে হাসপাতালটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে ব্যাপক হারে সংক্রমণ বাড়ায় করোনা রোগীদের চাপ বাড়ছে রাজধানীর এই হাসপাতালে। এখন পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১২৪ জন করোনা রোগী। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। আজ বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক এ বি এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আমরা এখন পর্যন্ত কাউকে ফেরত পাঠাইনি। তবে এভাবে সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে।’
তিনি বলেন, হাসপাতালটিতে জনবলের সংকট আছে আবার রোগীর চাপও বাড়ছে। আজ আরেকটি জরুরি ওয়ার্ড বাড়ানো হয়েছে। এটি দুপুর থেকে চালু হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন বলেন, ‘আইসিইউয়ের ক্যাপাসিটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো দিয়ে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চলছে। এটা একটা বিরাট চাপের বিষয়। ঢাকার বাইরে থেকেও রোগীর চাপ আছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত এই হাসপাতালে ৩০০ রোগী চিকিৎসার জন্য এসেছেন। সকাল আটটা পর্যন্ত ৪৯ জন ভর্তি ছিলেন। অবস্থা সংকটাপন্ন বলে আইসিইউতে ৭৫ জন ভর্তি আছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
হাসপাতালটির পরিচালক বলেছেন, ‘যাঁরা বিভিন্ন হাসপাতালে আছেন, তাঁরা চলে এলে দুই-তিন দিনের মধ্যে পুরো হাসপাতাল ভরে যাবে। এরপর যাঁরা অসুস্থ হবেন, তাঁদের নেওয়া কঠিন হয়ে যাবে।’