ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: শনাক্তের ১৫৮ তম দিনে মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন তিন হাজার ৫১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
আজ বুধবার ১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পদ্ধতিতে করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। করোনা বিষয়ক বুলেটিন বন্ধ হয়ে যাওয়ার পর আজ প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৮৬টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৫৫০টি, পরীক্ষা হয় ১৪ হাজার ৭৫১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৩০ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন আর বাড়িতে ৩ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ৯ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ২ হাজার ৭৮২ জন এবং নারী ৭৩১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৮১৫ জন, ছাড় পেয়েছেন ১ হাজার ৮৭৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭০১ জন, ছাড় পেয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৯৭৩ জন।
এছাড়া বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৭২৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬২ জন, ছাড় পেয়েছেন ৩৯২ জন। এখন পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫৯ হাজার ২০৭ জন আর ছাড় পেয়েছেন ৩৯ হাজার ৪৭৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৩০ জন।