ভোক্তাকন্ঠ প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন আর এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
আজ দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৮ জন রোগী শনাক্ত হলো। আর মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩, নারী ২১ জন।
মীরজাদী সেব্রিনা জানান, এক দিনে ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত ঢাকায় ৩৯ জন এবং বাকিরা রাজধানীর বাহিরের জেলার। আক্রান্তদের বেশির ভাগের বয়সসীমা ২১ থেকে ৩১ বছরের মধ্যে।
ঠিক এক মাস আগে দেশে প্রথমবারের মত কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে মোট ৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।